দেশে চালের সংকট নেই : খাদ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার ওএমএসের মাধ্যমে নির্ধারিত মূল্যে চাল বিক্রি কার্যক্রম উদ্বোধনের আগে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি : এনটিভি

দেশে চালের সংকট নেই উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘সারা দেশে খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে  ৫০ লাখ  এবং  ওএমএস কর্মসূচির  মাধ্যমে  প্রান্তিক জনগোষ্ঠীর এক কোটি মানুষের মধ্যে চাল বিক্রি করা হবে। এ সুবিধার আওতায় দেড় কোটি পরিবারের ছয় কোটি সদস্য উপকৃত হবে।’

আজ বৃহস্পতিবার  সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সারা দেশে খাদ্যবান্ধব কর্মসূচি এবং চাষাঢ়া ওএমএসের মাধ্যমে নির্ধারিত মূল্যে চাল বিক্রি কার্যক্রম উদ্বোধনের সময় খাদ্যমন্ত্রী এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী জানান, খাদ্যবান্ধব কর্মসূচির চাল ১৫ টাকা কেজি এবং ওএমএসের চাল ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। পাশাপাশি টিসিবির পণ্য বিক্রি করা হবে।

খাদ্যমন্ত্রী বলেন, ‘দেশে চালের কোনো সংকট নেই। এ ব্যাপারে কেউ  কারসাজি করলে সহ্য করা হবে না। সারা দেশে দুই হাজার ৩৬০ জন ডিলারের মাধ্যমে দুই টন করে চাল বিক্রি করা হবে। ইতোমধ্যে চালের বাজার দর নিয়ন্ত্রণের  জন্য পাঁচ শতাংশ শুল্ক  হার কমানো হয়েছে।’

এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভি, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সাখাওয়াত হোসেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার কার্ডধারীদের মধ্যে নির্ধারিত মূল্যে চাল বিক্রি উদ্বোধন করেন।