দেশে জনগণের দুর্ভোগের শেষ নেই : নজরুল ইসলাম

Looks like you've blocked notifications!
নিহত ও নিখোঁজ নেতাকর্মীদের পরিবারের হাতে অনুদান দিচ্ছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ। ছবি : এনটিভি

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, দেশে অনির্বাচিত সরকারের দুঃশাসন চলছে। তার কারণে এদেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। দেশের জনগণের দুর্ভোগেরও শেষ নেই।

নারায়ণগঞ্জে শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে একটি অনুষ্ঠানে নজরুল ইসলাম আজাদ এসব কথা বলেন। অনুষ্ঠানে কারাগারে মারা যাওয়া সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী হোসেন প্রধান, গুম হওয়া মদনপুর ইউনিয়ন বিএনপি নেতা ইসমাইল হোসেনের পরিবার এবং বিএনপির কর্মসূচিতে দুর্বৃত্তদের হাতে নির্যাতিত সোনারগাঁও উপজেলা বিএনপির মহিলা সম্পাদিকা সালমা আক্তার কাজলের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়।

আজাদ আরও বলেন, দেশে নির্বাচনের পরিবেশ নেই। সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট ইউসুফ খান টিপু, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মাসিকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তুসহ অন্যান্যরা।