দেশে জনগণের মৌলিক অধিকার নেই : অলি আহমদ

Looks like you've blocked notifications!
কর্নেল (অব.) আজ মঙ্গলবার কুমিল্লার চান্দিনা উপজেলা এলডিপির দ্বি-বার্ষিক কাউন্সিলে বক্তব্য দেন। ছবি : এনটিভি

দেশে জনগণের ব্যক্তিগত স্বাধীনতা ও মৌলিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেছেন, এদেশে দুর্নীতি ও টাকা পাচার সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। ঘুষ ছাড়া কোন কাজ হয় না।

আজ মঙ্গলবার (২৩ মে)কুমিল্লার চান্দিনা উপজেলা এলডিপির দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে অলি এসব কথা বলেন।

অলি  আহমদ বলেন, ‘দেশে জনগণের ব্যক্তিগত স্বাধীনতা নেই। সমাজে দুর্বৃত্তায়ন বৃদ্ধি পেয়েছে। কেউ কাকে সম্মান করে না। সমাজ-বিভক্ত। মানুষের মৌলিক অধিকার নেই। ব্যক্তিগত সত্যতা, দেশপ্রেম, দায়িত্ববোধ সম্পূর্ণ অনুপস্থিত। মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি। অর্থনৈতিক দূরবস্থা। আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সামঞ্জস্য নেই।’

অলি  আহমদ আরও বলেন, ‘রপ্তানি হ্রাস পেয়েছে, আমদানির তুলনামূলক বেশি। প্রবাসীর পাঠানো বৈদেশিক মুদ্রা হ্রাস পেয়েছে। ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে। অনেক মিল কল কারখানা বন্ধ হয়ে গেছে। বৈদেশিক বিনিয়োগ হ্রাস পেয়েছে। দুর্নীতি ও টাকা পাচার সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। ঘুষ ছাড়া কোন কাজ হয় না। সামাজিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে মাদক ঘরের বিস্তার লাভ করেছে। সব মিলিয়ে পেট্রোল, ডিজেল, কিরোসিন, গ্যাস, পানি, বিদ্যুৎ এবং নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। মানুষের এখন নুন আনতে পানতা ফুরায়।’

এলডিপি প্রেসিডেন্ট বলেন, ‘জনগণ বাজেট বোঝে না, তার পেটে ভাত নেই। নিজের ও পরিবারের সুচিকিৎসার ব্যবস্থা করতে পারে না। ছেলে-মেয়েদের স্কুল-কলেজের লেখা পড়ার খরচ দিতে পারে না।’ তিনি বলেন, ‘নিজের ভোট বিনা বাধায় নিজে দিয়ে নিজের পছন্দ মতো প্রতিনিধিদের মাধ্যমে সরকার গঠন করতে চাই।’ এই নেতা আরও বলেন, ‘অস্ত্রবাজ মুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই। শান্তিতে ঘুমাতে চাই, ন্যায় বিচার চাই, মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন চাই।’

অলি আহমদ বলেন, ‘গত ১৫ বছর ধরে জনগণ গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাচ্ছে। সরকার ইমানদার, দেশপ্রেমিক, জনদরদী না হলে দেশে কখনও গণতন্ত্র কায়েম হবে না। উন্নয়ন গণতন্ত্রের বিকল্প হতে পারে না।’

চান্দিনা উপজেলা এলডিপির সভাপতি এ কে এম শামসুল হক মাস্টারের সভাপতিত্বে কাউন্সিলে বিশেষ অতিথি ছিলেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।