দেশে ডলারের সংকট নেই, তবে ঘাটতি আছে : পরিকল্পনামন্ত্রী

Looks like you've blocked notifications!
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : সংগৃহীত

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে ডলারের সংকট নেই, তবে ঘাটতি আছে। নতুন বছরের মার্চ কিংবা এপ্রিলে দেশে ডলারের ঘাটতিও থাকবে না।

পরিকল্পনামন্ত্রী আজ শনিবার সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত খেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সারা বিশ্বে মূল্যস্ফীতি কমে আসছে। গত তিন মাসে বাংলাদেশেও মূল্যস্ফীতি কিছুটা কমে এসেছে। আশা করি, ডিসেম্বর মাসে আরও কমবে। তাই টাকা থাকলেই অপচয় করা যাবে না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে কোনো খাদ্য ঘাটতি নেই। মাঠ ভরা ফসল, আর গোলা ভরা ধান আছে আমাদের। হাওর আর নদী ভরা মাছ আছে। গোয়াল ভরা গরু আছে। ফুলকপি, বাঁধাকপির ক্ষেত আছে। আমাদের সব কিছু আছে। সুতরাং, কোনো সমস্যা হবে না।’

এ সময় উপস্থিত ছিলেন—সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র নাদের বখত, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদার রেজা চৌধুরী প্রমুখ।