দেশে সারের কোনো ঘাটতি নেই : কৃষিমন্ত্রী

Looks like you've blocked notifications!
কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। ফাইল ছবি

দেশে সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। তিনি বলেন, ‘পর্যাপ্ত সার রয়েছে। সার নিয়ে কৃষকদের উদ্‌বেগের কোনো কারণ নেই। কোনো কারণে হয়তো দামের একটু হেরফের হতে পারে।’

সচিবালয়ে আজ সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন কৃষিমন্ত্রী।

ঢাকায় আয়োজিত এফএও’র ৩৬তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সসম্মেলনের বিষয়ে জানাতে কৃষি মন্ত্রণালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

কৃষিমন্ত্রী জানান, ৮ মার্চ থেকে ১১ মার্চ ঢাকায় আয়োজিত এ সম্মেলনে ৪৩টি সদস্য রাষ্ট্রের ৯০০ জন প্রতিনিধি অংশ নেবেন।