দোহারে ঝড়ে গাছ পড়ে স্কুলছাত্রের মৃত্যু

Looks like you've blocked notifications!
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এনটিভির ফাইল ছবি

রাজধানীর দোহারে ঝড়ের সময় পড়ে যাওয়া গাছের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্কুলছাত্রের নাম মো. ইয়াছিন। তার বয়স ১৬ বছর। সে দোহার মৈইথপাড়া পল্লীপাড়ার কাতার প্রবাসী মো. বাচ্চু শেখ ও খুশি বেগম একমাত্র সন্তান ছিল। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণিতে পড়ত।

স্থানীয়রা জানান, আহত অবস্থায় তিনজনকে প্রথমে কাছের একটি হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত দুজনকে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিন রাত পৌনে ১২টার দিকে মারা যায়।

ইয়াসিনের চাচা জোবায়ের জানান, তাদের পাশের এলাকায় মেলা চলছিল। তারা সেখানে গিয়েছিলেন। ঝড়ের কারণে দ্রুত বাড়িতে ফেরার সময় বাড়ির কাছে রাস্তার গাছ ভেঙে পড়ে তাদের ওপর।

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। মো. হৃদয় নামে একজন চিকিৎসাধীন। আরেকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’