দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যশোরে জাপা’র মানববন্ধন

Looks like you've blocked notifications!
দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বুধবার যশোরে জাতীয় পার্টির নেতাকর্মীরা মানববন্ধন করে। ছবি : এনটিভি

চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছে জাতীয় পার্টি। আজ বুধবার জাতীয় পার্টির জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের জেলা সভাপতি আজিজুর রহমান আজিজ, কেন্দ্রীয় নেতা জহিরুল হক জহির, শরিফুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় নেতারা বলেন, ‘ব্যবসায়ীরা নানা অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়িয়ে চলেছে। এর ফলে প্রতিদিনই কোনো না কোনো দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। সরকার দ্রব্যমূল্যের লাগাম টানতে শুল্ক রেয়াত দিলেও তার প্রভাব নেই বাজারে।’

মানববন্ধনে নেতারা বলেন, মূলত ব্যবসায়ীরা অধিক লাভবান হতে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বাড়িয়ে চলেছে। এ অবস্থায় কোনো শ্রেণিপেশার মানুষ আয়ের সঙ্গে ব্যয়ের সংগতি রাখতে পারছে না। দ্রব্যমূল্যের এ গতি রুখতে না পারলে সমাজে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হবে। এজন্য দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।