দ্রুত করোনার টিকা নেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

Looks like you've blocked notifications!
রাজধানীর একটি হোটেলে ৫-১১ বছরের শিশুদের কোভিড-১৯ টিকা কার্যক্রম বিষয়ক অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : সংগৃহীত

যারা এখনো করোনার টিকা নেনননি তাদের দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আগামী ৩ অক্টোবরের পর থেকে করোনার টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হবে না। আমাদের হাতে যেসব টিকা রয়েছে, অক্টোবরের পর এগুলোর মেয়াদ শেষ হয়ে আসবে। এগুলো আর দেওয়া যাবে না।’

স্বাস্থ্যমন্ত্রী আজ শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘৫-১১ বছরের শিশুদের কোভিড-১৯ টিকা কার্যক্রম বিষয়ক জাতীয় অ্যাডভোকেসি’ শীর্ষক কর্মশালায় এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘যারা এখনো প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ নেননি, তারা ৩ অক্টোবরের পর আর টিকা পাবেন না। একটি পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, দেশে এখনো করোনা টিকার প্রথম ডোজ নেয়নি প্রায় ৩৩ লাখ মানুষ। দ্বিতীয় ডোজ নেয়নি প্রায় ৯৪ লাখ মানুষ। ৩ অক্টোবর থেকে প্রথম ডোজ বন্ধ হতে পারে। কাজেই এ সময়ের মধ্যেই প্রথম ও তাদের টিকা নিতে হবে।’

জাহিদ মালেক আরও বলেন, ‘টিকা কার্যক্রমে আমাদের আড়াই লাখ লোক কাজ করছে। আমরা এখন পর্যন্ত ৩০ কোটি ডোজ টিকা দিয়েছি। ১০ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। আমাদের এখনও সোয়া দুই কোটি শিশুকে টিকা দিতে হবে। চার কোটির বেশি টিকা এখনও প্রয়োজন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে টিকা নিতে হবে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সংক্রমণ বেড়ে গেলে আবারও অর্থনীতিতে প্রভাব পড়বে। তবে ভালো দিক হলো মৃত্যুর হার কমেছে। আমাদের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আরো সচেতন হতে হবে।’