ধর্মশিক্ষা বাদ দেওয়ার প্রশ্নই আসে না : শিক্ষামন্ত্রী

Looks like you've blocked notifications!
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষা কারিকুলাম থেকে ধর্মশিক্ষা বাদ দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মশিক্ষা বাদ দেওয়ার যে তথ্য ছড়ানো হচ্ছে, তা ঠিক নয়। এটা সম্পূর্ণ গুজব। ধর্মশিক্ষা বাদ দেওয়ার প্রশ্নই আসে না।’

রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ মহল সরকারবিরোধী প্রচারণা চালাচ্ছে। এরাই এখন নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা ধর্মশিক্ষা বাদ দেওয়া হয়েছে বলে যে মিথ্যা প্রচারণা চালাচ্ছে, তা একেবারেই অসত্য।’

নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার পরিধি আরও প্রসারিত হবে উল্লেখ করে ডা. দীপু মনি বলেন, ‘এ শিক্ষাক্রমের মাধ্যমে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ প্রসারিত করার জন্য কাজ করছি। সেখানে ধর্ম, নৈতিকতা, মূল্যবোধ অবিচ্ছেদ্য অংশ। ধর্মশিক্ষা বাদ দেওয়ার প্রশ্নই আসে না।’