ধর্ম অবমাননার মামলা থেকে অব্যাহতি পেলেন শিক্ষক হৃদয় মণ্ডল

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদনপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। মুন্সীগঞ্জ আমলি আদালত-১-এর বিচারক জশিতা ইসলাম শুনানি শেষে গতকাল মঙ্গলবার মামলা থেকে তাঁকে অব্যাহতি আদেশ দেন বিচারক।

আজ বুধবার সেই আদেশপত্রে স্বাক্ষর করেন বিচারক। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের জিআরও জসিমউদ্দিন। 

জিআরও বলেন, ‘এই মামলায় চূড়ান্ত রিপোর্ট দেয় মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ। পরে গতকাল মুন্সীগঞ্জ আমলি আদালত-১-এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম চূড়ান্ত রিপোর্টটি গ্রহণ করে শুনানি হয়। এতে মামলার বাদী পক্ষের কোনো আপত্তি না থাকায় মামলা থেকে অব্যাহতি পান হৃদয় মণ্ডল।’

হৃদয় চন্দ্র মণ্ডলের আইনজীবী শাহীন মোহাম্মদ আমানউল্লাহ বলেন,  ‘গতকাল মুন্সীগঞ্জ আমলি আদালত-১-এর বিচারক জশিতা ইসলাম অব্যাহতির আদেশ দেন। তবে, মৌখিক ঘোষণার পর আজ আদেশপত্রে স্বাক্ষর করেছেন তিনি।’

আইনজীবী জানান, গত  ৮ আগস্ট পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়। প্রতিবেদনে হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে আনা আগের  অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। 

এর আগে মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদনপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে ধর্ম মাননার অভিযোগ এনে গত ২২ মার্চ মামলা করেন ওই বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ। পরে ওই মামলায় হৃদয় চন্দ্র মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিয়ে দেশব্যাপী বেশ চাঞ্চলের সৃষ্টি হলে ১৯ দিন কারাভোগের পর মুক্তি পান ওই শিক্ষক।