নওগাঁয় অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেপ্তার

নওগাঁয় অস্ত্র ও মাদকসহ মোহাম্মদ আলী (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আজ রোববার সকাল ১০টায় র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার রাতে নওগাঁ সদর উপজেলার সাহাপুর এলাকা থেকে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি নওগাঁ সদর উপজেলার দোগাছী গ্রামে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সদরের সাহাপুর এলাকায় র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন, চার পুরিয়া গাঁজা, দুটি সুইচ ছুরি, একটি রামদা, একটি ব্যাটন, দুটি কাটার এবং ১০টি লাইটার উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোহাম্মদ আলী সাহাপুর এলাকার একজন সন্ত্রাসী। অবৈধ অস্ত্র ব্যবহার করে স্থানীয় লোকজনের ওপর আধিপত্য বিস্তার করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছেন তিনি। পরে তাকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, র্যাবের পক্ষ থেকে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুর ১২টায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।