নওগাঁয় একজন আটক, র‌্যাবের দাবি ‘অস্ত্র ব্যবসায়ী’

Looks like you've blocked notifications!

নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে অস্ত্র ও  গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় দুটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলি জব্দ করার দাবি করেছে চাপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্পের অপারেশন টিম।

আটক ওই ব্যক্তির নাম মো. রেজাবুল (৩৫)। তিনি ধামইরহাট উপজেলার খেড়শুকনা গ্রামের মৃত জয়োম উদ্দিনের ছেলে।

র‌্যাবের দাবি, গতকাল সোমবার রাত ৮ টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার সরোলডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ রেজাবুলকে আটক করা হয়। ব্যাটালিয়ন কোম্পানির অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী এবং লে. কমান্ডার রুহ-ফি তহমিন তৌকিরের নেতৃত্বে র‌্যাবের অপারেশন টিম এ অভিযান চালায়।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, রেজাবুলকে আটকের সময় তাঁর কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন, ১৩ রাউন্ড গুলি, দুই হাজার টাকা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের দাবি, আটক রেজাবুল অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। এ ব্যাপারে নওগাঁর নিয়ামতপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।