নওগাঁয় জাতীয় পার্টির অফিসসহ ৪ দোকান পুড়ে ছাই

Looks like you've blocked notifications!
নওগাঁর ধামইরহাটে ভোররাতের আগুনে চারটি দোকান পুড়ে ছাই। ছবি : এনটিভি

নওগাঁর ধামইরহাটে আগুন লেগে জাতীয় পার্টির কার্যালয়সহ চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ শুক্রবার (২০ জানুয়ারি) ভোররাতে উপজেলা সদরের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো—রানা মেডিকেল স্টোর, আহম্মদ টেইলার্স, মেসার্স নূর গার্মেন্টস ও সাইদুর রহমান নামে এক ব্যক্তির মালিকানাধীন একটি তুলার দোকান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে দোকানের সব মালামাল পুড়ে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ধামইরহাট পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাতে পৌরসভার বাজার এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ধামইরহাট-জয়পুরহাট সড়কের পাশে অবস্থিত উপজেলা জাতীয় পার্টির অফিস থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মূহূর্তের মধ্যে আগুন আশপাশের চারটি দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে রাতেই পত্নীতলা ফায়ার সার্ভিসের একটি দল এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

রানা মেডিকেল স্টোরের স্বত্ত্বাধিকারী আবু সালেহ মুসা বলেন, ‘প্রথমে জাতীয় পার্টির অফিসে আগুন দেখা গেছে। এরপর আমার দোকানসহ অন্য তিনটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে আমার দোকানের প্রায় ১২ থেকে ১৩ লাখ টাকার ওষুধসামগ্রী পুড়ে গেছে।’

মেসার্স নূর গার্মেন্টসের মালিক নূর ইসলাম বলেন, ‘আগুনে দোকানের সব কাপড় পুড়ে গেছে। এতে প্রায় ৯-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

আহম্মদ টেইলার্স ও তুলার দোকানের মালিকের দাবি, ‘আগুনে তাঁদের দোকানের প্রায় আট লাখ করে মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। এছাড়া জাতীয় পার্টির অফিসে থাকা চেয়ার-টেবিলসহ বেশ কিছু মূল্যবান আসবাবপত্র পুড়ে গেছে।’

নওগাঁর ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ‘ভোররাতে আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে বৈদুতিক শটসার্কিটের কারণে জাতীয় পার্টির অফিস থেকে অগুনের সূত্রপাত হয়। কেউ লাগিয়ে দিয়েছে কি-না  এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’