নওগাঁয় সর্বহারা সদস্য সন্দেহে গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
নওগাঁয় গ্রেপ্তারকৃত ইমদাদুল হক জনি। ছবি : এনটিভি

নওগাঁর আত্রাই উপজেলায় ইমদাদুল হক জনি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি-এমএল (লাল পতাকা) সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা ও চাঁদাবাজির মামলা রয়েছে।

আজ রোববার দুপুরে জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া। সংবাদ সম্মেলনে ইমদাদুল হক জনিকে হাজির করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইমদাদুল হক জনি সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন। তিনি এলাকায় রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী বাহিনী গড়ে তোলার অপচেষ্টা করেন। পাশাপাশি চাঁদাবাজি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় বেশকিছু আলামত জব্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ।