নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১

Looks like you've blocked notifications!
টহলরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা। ছবি : এনটিভি

নওগাঁর সাপাহার উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সালাহ উদ্দিন নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার হাপানিয়া সীমান্তের ২৩৬ পিলারের ১এস এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাতে বাংলাদেশি একদল গরু ব্যবসায়ীর সঙ্গে সাপাহার উপজেলার কৃষ্ণসদা গ্রামের আলাউদ্দীনের ছেলে সালাহ উদ্দীন (৩০) গরু আনতে ভারত অভ্যন্তরে প্রবেশ করেন। পরে তারা গরু নিয়ে আজ শনিবার ভোরে বাংলাদেশে প্রবেশেরর চেষ্টা করলে ভারতের পান্নাপুর ৬৯ বিএসএফ ক্যাম্পের টহলরত জোয়ানরা তাদের দিকে গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও সালাহ উদ্দীন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

সকালে সংবাদটি জানাজানি হলে ঘটনাস্থলে গিয়ে সালাহ উদ্দীনের মরদেহটি কাঁটা তারের বেড়া ঘেঁষে নোম্যান্স ল্যান্ডের ভারত ভূখণ্ডের ২০০ গজ ভিতরে পড়ে থাকতে দেখা যায়।

নওগাঁর ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রেজাউল কবির আজ শনিবার দুপুরে বলেন, ‘আমরা সকাল সাড়ে ৭টার দিকে জানতে পারি সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্ত এলাকায় ভারতীয় ভুখণ্ডের ২০০ গজ ভিতরে একটি মরদেহ পড়ে আছে। এ ব্যাপারে ১৬ বিজিবির পক্ষ থেকে  ভারতের ৬৯ পান্নাপুর বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য মেসেজ পাঠানো হয়েছে। তবে আজ দুপুর পর্যন্ত বিএসএফ বিজিবির পাঠানো মেসেজের কোন উত্তর দেয়নি।

রেজাউল কবির জানান, সর্বশেষ আজ দুপুরের দিকে ভারতের পান্নাপুর ৬৯ বিএসএফের সদস্যরা ও ভারতীয় পুলিশ নিহত সালাহ উদ্দীনের লাশ উদ্ধার করে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে। তবে, এখন পর্যন্ত সাপাহার উপজেলার কোনো পরিবারের পক্ষ থেকে তাদের সদস্য নিখোঁজ হওয়ার বিষয়ে বিজিবির কাছে কেউ কোনো অভিযোগ করেনি।