নজরুলের ওএসডির পর সাতকানিয়ার নতুন ইউএনও ফাতেমা
যোগদানের মাত্র সাড়ে তিন মাসের মাথায় ওএসডি হওয়া চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন বেগম ফাতেমা-তুজ-জোহরা। গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (চলতি দায়িত্ব) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফাতেমা-তুজ-জোহরাকে সাতকানিয়ার ইউএনও হিসেবে পদায়ন করা হয়।
গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব কে. এম. আল-আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাতকানিয়ার ইউএনও নজরুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে হবিগঞ্জ জেলার মাধবপুরের ইউএনও (সিলেটের ফেঞ্চুগঞ্জের ইউএনও হিসেবে বদলির আদেশাধীন) বেগম ফাতেমা-তুজ-জোহরাকে ইউএনও হিসেবে পদায়নের জন্য চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছিল। চট্টগ্রামে যোগদানের একদিনের মাথায় সাতকানিয়ার ইউএনও হিসেবে পদায়ন হলো ফাতেমা-তুজ-জোহরার।
গত ২ জুলাই দুপুরে লকডাউনের মধ্যে রোগী দেখতে চেম্বারে যাওয়ার পথে ফরহাদ কবির নামের এক চিকিৎসকের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় ও জেলে পাঠানোর হুমকি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. নজরুল ইসলাম। এ ঘটনায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমানের নেতৃত্বে চিকিৎসকদের তীব্র প্রতিবাদের মুখে গতকাল দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে ইউএনও নজরুল ইসলামকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে সংযুক্ত করা হয়।