নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন কবির বিন আনোয়ার
নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। তিনি বর্তমান মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
আজ রোববার তাঁকে নতুন মন্ত্রিপরিষদ সচিব করা হয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার ২০২০ সালের ২৯ জুন পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হন। বিসিএস সপ্তম ব্যাচের (প্রশাসন) ক্যাডারের এ কর্মকর্তা ২০১৮ সালে পদোন্নতি পেয়ে সচিব হয়েছিলেন।
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব কবির বিন আনোয়ারের জন্ম ১৯৬৪ সালে সিরাজগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এমএ ডিগ্রি নেওয়ার পরে এলএলবি ডিগ্রিও অর্জন করেন।
মাঠপ্রশাসন ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন কবির। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগের আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকের (প্রশাসন) দায়িত্ব পালন করেন তিনি।