নতুন রাষ্ট্রপতিকে ভালোবেসে পাবনায় রিকশাচালক-পথচারীদের গোলাপ বিতরণ

Looks like you've blocked notifications!
পাবনা শহরে আজ মঙ্গলবার রিকশাচালক-পথচারীদের গোলাপ ফুল বিতরণ করেন একদল তরুণ-তরুণী। ছবি : এনটিভি

নতুন রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনকে ভালোবেসে পাবনায় রিকশাচালক ও পথচারীদের মধ্যে গোলাপ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রাষ্ট্রপতির নিজ শহর পাবনার ট্রাফিক মোড় ও স্বাধীনতা চত্বরের সামনে ‘হ্যাপি স্মাইল’ ব্যানারে গোলাপ ফুল বিতরণ করেন একদল তরুণ-তরুণী।

প্রথমে আবদুল হামিদ সড়কের ট্রাফিক মোড়ে রিকশাচালক, ভ্যানচালকসহ পথচারীদের হাতে গোলাপ ফুল তুলে দেন তরুণ ও তরুণীরা। দ্বিতীয় ধাপে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরের সামনে পথচারীদের হাতে ফুল তুলে দেওয়া হয়।

ফুল হাতে পাওয়া রিকশাচালক আব্দুল করিম বলেন, ‘আজকে ভালোবাসা দিবস জানতাম না। সকালে রিকশা নিয়ে কাজে বের হয়েছি। একজন আমাকে একটি গোলাপ ফুল দিয়েছে। খুবই ভালো লাগছে। ভালোবাসা দিবসে কোনোদিন কারও থেকে আমরা ফুল পাইনি।’

ফুটপাতের হকার জনি হোসেন বলেন, ‘ফুটপাতে আজ ১০ বছর ধরে ব্যবসা করি। কেউ কোনোদিন ফুল দিয়ে শুভেচ্ছা জানায়নি। আজকে ভালোবাসা দিবসে ফুল পেয়ে খুব ভালো লাগছে।’

রুবেল হোসেন নামে আরেকজন পথচারী বলেন, ‘আমাদের জেলা থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সাবেক ছাত্রলীগে নেতা মাজহারুল ইসলাম মানিক ভালোবাসা দিবসে পথচারি, রিকশাচালক, হকার ও ভিক্ষুকসহ সবার মধ্যে গোলাপ ফুল বিতরণ করছেন।’

ফুলের শুভেচ্ছা পাওয়ায় এ সময় পথচারীরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। 

গত রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়। গতকাল সোমবার রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়। এরপর পাবনায় আনন্দের বন্যা বইতে থাকে।