নববর্ষের ছুটিতে হিলি স্থলবন্দরে বন্ধ বাণিজ্য

Looks like you've blocked notifications!
দিনাজপুরের হিলি স্থলবন্দর। ছবি : এনটিভি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দুদিন আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। বাংলা নববর্ষ উপলক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, আজ পহেলা বৈশাখ বৃহস্পতিবার পণ্য আনা-নেওয়াসহ সব কার্যক্রম বন্ধ আছে। আগামীকাল শুক্রবারও সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে এ কার্যক্রম।

এ বিষয়ে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন জানান, আজ সরকারি ছুটি থাকায় দিনটি উদযাপনে দুই দেশের ব্যবসায়ীরা এই বন্দর দিয়ে পণ্য আনা-নেওয়া ও বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।

আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণেও বন্ধ থাকবে কার্যক্রম। শনিবার থেকে আগের মতোই সব স্বাভাবিক নিয়মেই চলবে।