নরসিংদীতে উপজেলা চেয়ারম্যান গুলিবিদ্ধের খবরে থমথমে পরিস্থিতি

Looks like you've blocked notifications!
শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ। ছবি : এনটিভি

নরসিংদীর শিবপুরে বাড়িতে ঢুকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে শিবপুরে নিজ বাসায় এ ঘটনা ঘটে। গুলির শব্দ পেয়ে পাশের রুম থেকে স্বজনরা বেরিয়ে এলে অস্ত্র উচিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা চেয়ারম্যান গুলিবিদ্ধ হওয়ার খবরে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জানা গেছে, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করা হয়েছে এই খবর ছড়িয়ে পড়লে শতশত নেতাকর্মী ওই এলাকায় জড়ো হয়। পরে শিবপুর-মনোহরদী সড়কসহ শহরের বিভিন্ন সড়কে টায়ার ও কাঠ জ্বালিয়ে অবরোধ করে। প্রতিবাদ মিছিল বের করে ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এছাড়া ঢাকা মনোহরদী সড়কের শিবপুর কলেজ গেইট, বাসস্ট্যান্ডসহ বেশ কয়েকটি স্থানে রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দেয় ক্ষুব্ধ জনতা। পরে দুপুর পৌনে ১টার দিকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে সড়ক থেকে অবরোধ তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

পুলিশ জানায়, হারুনুর রশিদ খান ভোরে নামাজ আদায় করে শিবপুরের নিজ বাড়িতে আসেন। এ সময় মোবাইলফোনে আরিফ নামে এক ব্যক্তি ফোন করেন। মসজিদের বিষয়ে কথা বলতে তিনজন লোক পাঠিয়েছেন বলে জানান। পরে সকাল সোয় ৬টার দিকে মাস্ক পরিহিত তিন যুবক মসজিদের অনুদান ও উন্নয়ন বিষয় নিয়ে কথা বলতে আসে। পরে তারা ঘরে ঢুকে হারুনুর রশিদকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি করে।

শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল বলেন, ‘গুলি করার পর হারুনুর রশিদ নিজেই অভিযুক্তদের বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলে গেছেন।’

জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মাফজুল হক টিপু বলেন, ‘অস্ত্রোপাচার করে গুলি বের করা হয়েছে। তবে, তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসরা। তাঁকে আইসিউতে রাখা হয়েছে।’

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, ‘মুখোশ পরা তিনজন চেয়ারম্যানকে পেছন থেকে গুলি করেছে। তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।’