নরসিংদীতে একজনকে গুলি করে হত্যা, আহত ৩

Looks like you've blocked notifications!
নরসিংদী জেলা হাসপাতালে হতাহতের স্বজনরা ও পুলিশ। ছবি : এনটিভি

নরসিংদীর রায়পুরায় ককটেল মারতে বাধা দেওয়ায় একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময়প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছে আরও তিনজন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার নীলক্ষেত বিরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জুলহাস মিয়া নিলখার বীরগ্রামের শামস মিয়ার ছেলে। তিনি এলাকায় পোলট্রি মোরগির ব্যবসা করতেন।

গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন সাদ্দাম, ইয়ামিন ও হাবিব। তাঁরা নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিহত জুলহাসের স্বজনরা জানিয়েছেন, আজ সন্ধ্যায় পাশের গোবিন্দপুর গ্রামের বেশ কয়েকজন যুবক বীরগাঁও গ্রামের জুলহাসের মুরগির ফার্মের সামনে ককটেল ফোটাতে থাকে। ওই সময় তিনি তাদের ককটেল ফুটাতে বারণ করেন। এতে তারা জুলহাসের উপর ক্ষিপ্ত হয়ে চলে যায়। এর কিছুক্ষণ পরে তারা দলবল নিয়ে এসে তাঁকে গুলি করে। এ সময় তাঁর স্বজনরা বাধা দিতে গেলে তাদেরও গুলি করে তারা। পরে তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জুলহাসকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, ‘নিলক্ষ্যায় গণ্ডগোলের খবর পেয়ে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গেছে। শুনেছি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে নিহত হওয়ার বিষয়টি এখনও নিশ্চিত হতে পারিনি।’