নরসিংদীতে চাঁদা না পেয়ে ভাঙচুর, গ্রেপ্তার ১

Looks like you've blocked notifications!
নরসিংদী সদর থানা। ছবি : এনটিভি

নরসিংদীতে চাঁদা না পেয়ে হুমকি ধামকি ও ভাঙচুরের অভিযোগে সনেট নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিনগত রাত ১টার দিকে শহরের পশ্চিম কান্দাপাড়ার মন্টু পালের কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ ও প্রতিমা কারখানাসূত্রে জানা যায়, গতকাল দিনগত রাত ১টার দিকে পাঁচ থেকে ছয় যুবক মন্টু পালের কাছে চাঁদা দাবি করেন। মন্টু পাল চাঁদা দিতে অস্বীকার করেন। পরে তাঁরা গালিগালাজ ও হুমকি দেন। একপর্যায়ে কারখানার একটি প্রতিমার হাত ভেঙে দেন। পরে পুলিশ রাত দেড়টায় পশ্চিমকান্দা পাড়ায় অভিযান চালিয়ে সনেট নামে একজনকে গ্রেপ্তার করে।

নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস বলেন, ‘বিষয়টি জানার পর আমরা কারখানায় যাই। প্রশাসনকে বিষয়টি জানানোর পর ব্যবস্থা গ্রহণ করেছে।’

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হারুন অর রশিদ বলেন, ‘মন্টু পাল দ্রুত বিচার আইনে পাঁচজনের নামে মামলা করে। আমরা একজনকে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’