নরসিংদীতে পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ড

Looks like you've blocked notifications!
নরসিংদীতে ব্রাহ্মন্দি এলাকায় আজ বৃহস্পতিবার জবা টেক্সটাইলের তুলার গোডাউনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : এনটিভি

নরসিংদীতে একটি কারখানার তুলার গোডাউনে ভয়াভহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর দুটি ইউনিট ও কারখানার নিজস্ব ফায়ার ইউনিটের সময় লেগেছে প্রায় দেড় ঘণ্টা। আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের ব্রাহ্মন্দি এলাকায় জবা টেক্সটাইলে এ ঘটনা ঘটে। 

কারখানাটির ডিজিএম মাহমুদ হোসেন জানিয়েছেন, দুপুরে কারখানার প্রায় সবাই নামাজে গিয়েছিলেন। বেলা দেড়টার দিকে হঠাৎ কিছু শ্রমিক আগুন বলে চিৎকার করতে থাকেন। তখন মসজিদ থেকে গিয়ে দেখি তুলার গোডাউনে আগুন জ্বলছে।

মাহমুদ হোসেন আরও জানান, মুহূর্তেই আগুন তুলা মিক্সিংয়ের গোডাউনে ও কালার কটন গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

নরসিংদী ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজ জানান, তুলার গোডাউন হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। কারণ, তুলার আগুন নেভানোর পরও জ্বলে ওঠে। দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।