নরসিংদীতে বাসচাপায় নিহত ১

Looks like you've blocked notifications!
নরসিংদীর সৃষ্টিগর এলাকায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুর সাত্তারকে জেলার ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। ছবি : এনটিভি

নরসিংদীর সৃষ্টিগর এলাকায় বাসচাপায় আব্দুর সাত্তার (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর সাত্তার শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের বঙ্গারটেক গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত আব্দুর সাত্তার কামারটেক এলাকায় একটি ওয়ার্কশপে কাজ করতেন। আজ (মঙ্গলবার) সকালে সৃষ্টিগর এলাকায় রাস্তা পার হওয়ার সময় সোহাগ পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার বলেন, ‘বাসচাপায় একজন মারা গেছে। বাস ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’