নরসিংদীতে বাস-ট্রাক-প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১৫

Looks like you've blocked notifications!
নরসিংদীতে শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কে বাস, ট্রাক ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। ছবি : এনটিভি

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় বাস, ট্রাক ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসচালক রব মিয়া (৩৫) ঘটনাস্থলে নিহত হন। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নরসিংদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

নরসিংদী হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী আল-মোবারকা পরিবহণের একটি বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি প্রাইভেট কার ও ট্রাক নরসিংদীর দগরিয়া এলাকায় পৌঁছালে অনিয়ন্ত্রিতভাবে ওভারটেকিং করার সময় যানগুলোর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে বাসচালক রব মিয়া নিহত হন। এবং ১৫ জন আহত হয়।

এসআই হায়দার আলী জানান, দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা করা হয়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।