নরসিংদীর স্কুলে সাপ আতঙ্ক, অবশেষে জালে ধরা

Looks like you've blocked notifications!
নরসিংদীতে স্কুল মাঠ থেকে আজ বুধবার সাপ উদ্ধার করা হয়। ছবি : এনটিভি

নরসিংদীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের গাছে বাসা বাঁধে বিষধর সাপ। বিপণ্ন প্রজাতির সাপগুলো সাধারণত থাকে নদীর তীরবর্তী জেলা ও চরগুলোতে। এতে রায়পুরা উপজেলার বরদাকান্দি গ্রামের মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবশেষে আজ বুধবার দুপুরে ধরা পড়ে বিষধর সাপগুলো।

জানা গেছে, বরদাকান্দি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাপ দেখে আতঙ্কের মধ্যে পড়েন এলাকাবাসী। বিষধর হওয়ায় দুশ্চিন্তায় কাটে তাদের। পরে যেখানে সাপ দেখা গিয়েছিল, ওই গাছের চারদিকে জাল বিছিয়ে দেন তারা। সেই জালে আজ আটকা পড়ে কয়েকটি বিষধর সাপ। পরে ঢাকা ডিপ ইকোলজি স্নেক রেসকিউ ফাউন্ডেশনের কর্মীরা ঘটনাস্থল থেকে সাপগুলো উদ্ধার করেন।