নাটোরের সিংড়ায় কৃষক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
নাটোর জেলা ও দায়রা জজ আদালত। ছবি : এনটিভি

নাটোরের সিংড়ায় কৃষক আরশেদ হত্যা মামলার রায়ে মিজানুর রহমান নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার অপর ১৭ জনকে খালাস দেওয়া হয়েছে । আজ বুধবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ মো. শরিফ উদ্দিন এ রায় দেন।

রায় ঘোষণার সময় দণ্ডাদেশপ্রাপ্ত মিজান পলাতক থাকলেও অবশিষ্ট ১৭ জন আদালতে উপস্থিত ছিলেন।

আসামিপক্ষের আইনজীবী মোজাম্মেল হোসেন মন্টু জানান, ২০০১ সালের ১৮ জুলাই সিংড়া উপজেলার শালিখা টলটলিপাড়া এলাকায় বিরোধপূর্ণ জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে স্থানীয় আরশেদ আলী গ্রুপের সঙ্গে মিজান-বুদ্দু গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছিলেন আরশেদ আলী। এ ঘটনায় নিহত আরশেদ আলীর চাচা নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ চার্জশিট দাখিল করলে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক আজ এ রায় দেন।