নাটোরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৩০

Looks like you've blocked notifications!
নাটোরে সংঘর্ষের ছবি এনটিভির

নাটোরে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাঙচুর হয়েছে বিএনপির একটি সমাবেশ মঞ্চ। এতে উভয়পক্ষের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছে। আজ শনিবার (১ এপ্রিল) জেলা শহরের আলাইপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

হামলার জন্য একে অপরকে দুষছে সংঘর্ষে জড়ানো দল দুটি। তবে, স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ নাটোরে অবস্থান কর্মসূচি পালনের প্রস্তুতি নেয় নাটোর জেলা বিএনপি। দুপুর আড়াইটার দিকে আলাইপুরের জেলা বিএনপি কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করে কর্মসূচি শুরু করে। এ সময় একই এলাকার অনিমা চৌধুরী অডিটোরিয়ামের সামনে শান্তি মিছিল করতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিএনপির কর্মসূচীর প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য দেওয়ার সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তি মিছিল ওই এলাকায় পৌঁছালে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়।

এ সময় বিএনপির মঞ্চ ভাঙচুর হয়। উভয় পক্ষের মধ্যে চলে ইট-পাটকেল নিক্ষেপ। এতে ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে শরীফ নামে এক যুবদল কর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিয়ে বেলা সাড়ে ৩টার দিকে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, ‘আমাদের ওপর উচ্ছে করেই হামলা চালানো হয়েছে। আমাদের মঞ্চ ভাঙচুর করা হয়েছে। তাদের হামলায় আমাদের ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।’

তবে, হামলার অভিযোগ অস্বীকার করছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, ‘আমরা অনিমা অডিটোরিয়ামের সামনে শান্তি সমাবেশ করছিলাম। আমাদের লক্ষ্য করে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে যুবলীগের জেলা সাধারণ সম্পাদক রুহুল আমিন ব্লিপব ও যুবলীগ নেতা সায়েম হোসেন উজ্জ্বলসহ অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন।’ 

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, ‘আলাইপুরে বিএনপির ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে সেখানের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’