নাটোরে করোনায় দুজনের মৃত্যু, দুই পৌরসভায় লকডাউন

Looks like you've blocked notifications!
নাটোরে সাত দিনের লকডাউনের প্রথম দিনে পুলিশের সতর্ক প্রহরা। ছবি : এনটিভি

নাটোরে করোনা সংক্রমণের হার ৫০ শতাংশে উঠে গেছে। গতকাল মধ্যরাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। এদিকে, সংক্রমণ বেড়ে যাওয়ায় সদর ও সিংড়া পৌর এলাকায় সাত দিনের লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, আজ দুপুর পর্যন্ত মোট ৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। গতকাল মধ্যরাতে নাটোর সদর হাসপাতালে একজন এবং ভোরের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে।

এদিকে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নাটোর সদর পৌরসভা ও সিংড়া পৌরসভায় আজ থেকে শুরু হয়েছে সাত দিনের সর্বাত্মক লকডাউন। লকডাউন কার্যকরে পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে আজ সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয় পুলিশ। বন্ধ করে দেওয়া হয় সব সড়ক ও গলিপথ। ওষুধের দোকান ব্যাতিত বন্ধ রয়েছে হোটেল- রেস্তোরাঁসহ সব ধরনের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। জরুরি পণ্যবাহী যান ছাড়া বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সব ধরনের যান চলাচল। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।