নাটোরে ট্রেনের ইঞ্জিনে আগুন

Looks like you've blocked notifications!
নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে রোববার সকালে আগুন ধরে যায়। ছবি : এনটিভি

নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভানো হলেও যাত্রীসহ আটকা পড়ে আছে ট্রেনটি।

স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আজ রোববার সকাল ১০টা ১০ মিনিটে পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর জংশনে প্রবেশ করে। পরে ইঞ্জিন ঘুরিয়ে রাজশাহীমুখী করার সময় হঠাৎ ইঞ্জিন থেকে ধোয়া বের হতে থাকে। পরে রেলকর্মীরা ট্রেনে থাকা গ্যাসের সাহায্যে ধোয়া নিয়ন্ত্রণে আনেন।

দুর্ঘটনার আশঙ্কায় ঈশ্বরদী থেকে বিকল্প ইঞ্জিন না আসা পর্যন্ত ট্রেনটি আব্দুলপুর স্টেশনে থামিয়ে রাখা হয়েছে। ইঞ্জিন এলে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে বলে জানান স্টেশন মাস্টার। এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।