নাটোরে দুই মাথা, তিন পা, চার হাতবিশিষ্ট শিশু

Looks like you've blocked notifications!
নাটোরের মানচিত্র। ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে ভূমিষ্ঠ হয়েছে দুই মাথা, তিন পা ও চার হাতবিশিষ্ট শিশু। গতকাল শনিবার সন্ধ্যায় অস্ত্রোপচারের মাধ্যমে ওই শিশুর জন্ম হয়। শিশুটি মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার ১০ মিনিটের মাথায় মারা যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই ক্লিনিকের আবাসিক চিকিৎসক মাসুমা আনজুম ডানা।

হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের রবিউল ইসলাম রবির স্ত্রী আছিয়া বেগমকে গতকাল সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে নেয় তার স্বজনরা। প্রচণ্ড প্রসব ব্যথার কারণে নির্ধারিত সময়ের দেড় মাস আগেই প্রসূতিকে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।

প্রসূতিকে অস্ত্রোপচার করে শিশুটিকে গর্ভ থেকে বের করার পর চিকিৎসকরা দেখতে পান শিশুটি জোড়া লাগা এবং অসম্পূর্ণ একটি বাচ্চা। ১০ মিনিট পর মারা যায় শিশুটি। তবে প্রসূতি মা এখনও সুস্থ রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।