নাটোরে বকেয়া বেতনের দাবিতে দুটি চিনিকলে শ্রমিক বিক্ষোভ

Looks like you've blocked notifications!
নাটোরে বকেয়া পাওনা পরিশোধের দাবিতে দুটি চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ। ছবি : এনটিভি

নাটোরে বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন দুটি চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা। আজ শনিবার সকাল ১১টায় নাটোর সুগার মিলস লিমিটেডের এলাকায় দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা।

পরে মিল গেট এলাকায় প্রতিবাদ সমাবেশ করেন দুর্ভোগে থাকা বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা।

এ সময় বক্তব্য দেন চিনিকল সিবিএ সভাপতি ফিরোজ আলী, সাধারণ সম্পাদক মুনসুর রহমান, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আবু রায়হান ভুলুসহ অন্য শ্রমিক নেতারা। বক্তারা অভিযোগ করেন, নাটোর চিনিকলের ৩৮৫ জন শ্রমিক-কর্মচারী অবসর নেওয়ার পরও পেনশন, গ্রাচুইটিসহ কোনো পাওনা টাকা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। অবিলম্বে পাওনা পরিশোধ না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন শ্রমিক-কর্মচারীরা।

অপর দিকে একই কর্মসূচি পালন করা হয় জেলার নর্থবেঙ্গল সুগার মিলেও।