নাটোরে বাড়ছে শিশুরোগী, এক হাসপাতালে ভর্তি ৪৪

Looks like you've blocked notifications!
নাটোর সদর হাসপাতালে ভর্তি শিশুদের পাশে স্বজনরা। ছবি : এনটিভি

নাটোরে দিন দিন বাড়ছে শিশুরোগীর সংখ্যা। ডায়েরিয়াসহ ঠাণ্ডাজনিত রোগে একটি হাসপাতালেই ভর্তি রয়েছে ৪৪ শিশু। এর মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত ১৭ জন। 

নাটোরে শীতের প্রভাবে কিছুটা কমেছে। তবে থামছেই না ডায়েরিয়া ও শীতজনিত রোগের আক্রমণ। শিশুরা ডায়েরিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে।

নাটোর সদর হাসপাতালের সহকারি পরিচালক পরিতোষ কুমার রায় জানান, আজ সকাল ১১টা পর্যন্ত হাসপাতালের শিশু ওয়ার্ডে ৪৪ জন ভর্তি হয়েছে। এর মধ্যে ২৮ জনই ডায়রিয়ায় আক্রান্ত। অবশিষ্ট ১৭ জন নিউমোনিয়াসহ অন্যান্য শীতজনিত রোগে ভর্তি হয়েছে।