নাটোরে মজুদ করা ২৩৫৯ লিটার সয়াবিন তেল জব্দ

Looks like you've blocked notifications!
নাটোর শহরে গতকাল বুধবার অভিযান চালিয়ে দুই হাজার ৩৫৯ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। ছবি : এনটিভি

নাটোর শহরের পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই হাজার ৩৫৯ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল বুধবার রাতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নাটোরে সয়াবিন তেল মজুদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এর মধ্যে গতকাল বুধবার রাতে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে নাটোর শহরের পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই হাজার ৩৫৯ লিটার সয়াবিন তেল জব্দ করে। এ সময় ওইসব প্রতিষ্ঠানের মালিকদের ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে জব্দ করা তেলগুলো প্রকাশ্যে ন্যায্যমূল্যে ক্রেতাদের মধ্যে বিক্রি করা হয় বলে জানান র‍্যাব কর্মকর্তা ফরহাদ হোসেন।