নাটোরে শিশু ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
আদালতে আজ মঙ্গলবার নাটোরের বড়াইগ্রামে শিশু ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা। ছবি : এনটিভি

নাটোরের বড়াইগ্রামে শিশু ধর্ষণের মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং শিশু আইনে একজনকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

আজ মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—নাটোরের বড়াইগ্রাম উপজেলার সোহাগ, সাগর ও রনি।

বিষয়টি নিশ্চিত করে বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) আনিসুর রহমান বলেন, ‘২০১৬ সালের ১০ এপ্রিল রাতে বড়াইগ্রাম উপজেলার ঢুলিয়া গ্রামে জলসার মেলা থেকে ১০ বছরের এক কন্যাশিশুকে অপহরণ করে আসামিরা। পরে ওই শিশুকে তারা পাশের বিলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনার মামলায় তদন্ত শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচারক সোহাগ ও সাগরকে যাবজ্জীবন এবং শিশু হওয়ায় অপর আসামি রনিকে শিশু আইনে ১০ বছরের আটকাদেশ দেন।’