নামতে শুরু করেছে তিস্তার পানি

Looks like you've blocked notifications!
তিস্তার পানি দুর্গত এলাকায় পানিবেষ্টিত বাড়িঘর। ছবি : এনটিভি

রংপুরের তিস্তার পানি বন্যাদুর্গত এলাকা থেকে নামতে শুরু করেছে।  পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব জানিয়েছেন, গত বৃহস্পতিবার দুপুরের পর থেকে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও আজ শনিবার সকালে বিপৎসীমার নিচে অবস্থান করছে।  

তবে, তলিয়ে যাওয়া আমনের ক্ষেতগুলো প্রায় তিন দিন ধরে পানির নিচে থাকায় নষ্ট হয়ে গেছে। তিস্তা অববাহিকার নীলফামারীর জলঢাকা, ডোমার, লালমনিরহাটের পাটগ্রাম, হাতিবান্ধা, কালিগঞ্জ, আদিতমারী, সদর, কুড়িগ্রামের রাজারহাট, রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চল ও নিম্ন অঞ্চলের মানুষ এ নিয়ে সাত বার  বন্যার কবলে পড়ল।

এ দফা বন্যায় নষ্ট হয়ে গেছে হাজার হাজার হেক্টর আমনের জমি, পুকুরের পার ধসে এবং উপচে চলে গেছে মাছ। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট বিরাজ করছে। দুর্গত এলাকার মানুষ ডানতীর রক্ষা বাঁধের দাবি  জানিয়েছে।