নামাজ শেষে মোটরসাইকেলের ধাক্কায় আহত, এক দিন পর মৃত্যু

Looks like you've blocked notifications!
নিহত মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি : সংগৃহীত

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার এক দিন পর মোহাম্মদ হেলাল উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাত ১২টার দিকে মৃত্যু হয় তাঁর।

নিহত হেলাল দেওদীঘি মসজিদে বায়তুশ শরফের প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক ছিলেন। বায়তুশ শরফ দরবারের মাওলানা কারি নুরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দেওদীঘি মসজিদে বায়তুশ শরফ থেকে নামাজ আদায় করে বের হন হেলাল। ওই সময় রাস্তায় দ্রুতগতিতে ছুটে আসা একটি মোটরসাইকেল হেলালকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাতে মৃত্যু হয় তাঁর।

এদিকে, হেলালের মৃত্যুতে বায়তুশ শরফ দরবারের পীর আল্লামা আব্দুল হাই নদভী গভীর শোক প্রকাশ করেছেন।