নারায়ণগঞ্জে ২১-২২ অর্থবছরে রাজস্ব আদায় ৭৮০ কোটি টাকা : সেলিম ওসমান

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জ জেলা, সিটি করপোরেশন ও মুন্সীগঞ্জের করদাতাদের হাতে জেলা চেম্বার অব কমার্স ভবনে সম্মাননা তুলে দিচ্ছেন সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জ থেকে ২০২১-২২ অর্থবছরে ৭৮০ কোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা চেম্বার অব কমার্স ভবনে সেরা করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান এ তথ্য জানান।

নারায়ণগঞ্জ জেলা, সিটি করপোরেশন ও মুন্সীগঞ্জের ২১ সেরা করদাতাকে চেম্বার অব কমার্স ভবনে আজ সম্মাননা দেওয়া হয়।

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান বলেন, আয়কর দাতা এবং ব্যবসায়ীদের আন্তরিকতার কারণেই এই বিপুল কর রাষ্ট্র পেয়েছে।

সেলিম ওসমান আরও বলেন, কর আদায় করতে হলে করদাতাদের উদ্বুদ্ধ করতে হবে। কর পদ্ধতি সহজ হলে আগামীতে ৭৮০ কোটি টাকা নয়, নারায়ণগঞ্জ থেকে হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের মাইলফলক অর্জন সম্ভব হবে।

নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর কমিশনার শারমিন ফেরদৌসীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, সাবেক নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলী প্রমুখ।