নারায়ণগঞ্জের আলোচিত জাকির খান গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জে জেলার ছাত্রদলের সাবেক সভাপতি ও সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী জাকির খানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জে ব্যাপক আলোচিত-সমালোচিত এক নাম জেলার ছাত্রদলের সাবেক সভাপতি ও সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী জাকির খান। দীর্ঘ দেড়যুগ দেশ-বিদেশে পলাতক থাকার পর আজ শনিবার ভোরে র‌্যাবের জালে ধরা পড়েছেন তিনি।

রাজধানীর বসুন্ধরা এলাকায় রাতভর অভিযান চালিয়ে কাকডাকা ভোরে একটি বিদেশি পিস্তলসহ জাকির খানকে গ্রেপ্তার করেন র‌্যাব সদস্যরা।

আজ দুপুরে আদমজীনগর র‌্যাব-১১ প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক তানভীর মুহাম্মদ পাশা জানান, প্রায় দেড় যুগধরে পালিয়ে ছিলেন জাকির খান। জাকির খানের নামে নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও ফতুল্লা মডেল থানায় বিকেএমইএর সাবেক সহসভাপতি সাব্বির আলম খন্দকার হত্যাসহ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির মামলা রয়েছে। জাকির খান মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে দীর্ঘদিন পালিয়ে ছিলেন।

২০০৪ সালে যুবদলনেতা মমিন উল্লাহ ডেভিড র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হলে তিনি রাতেই দোর্দণ্ড প্রতাপশালী জাকির খান পালিয়ে বিদেশে চলে যান।