নারায়ণগঞ্জে আলাল ও ডা. মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন

Looks like you've blocked notifications!
বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ফাইল ছবি

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আমলি আদালতে মানহানির আলাদা দুটি মামলার আবেদন করেছেন দুজন আইনজীবী।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য আকরাম হোসেন বাদল এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এ কে এম ওমর ফারুক বাদী হয়ে এই মামলার আবেদন করেন।

আওয়ামী ঘরানার আইনজীবী নুরুল হুদা বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। মামলার বিষয়টি আদালত বিবেচনায় রেখেছেন। এখনও আদেশ দেননি।

আপরদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বিষয়টি আদালত বিবেচনায় রেখেছেন বলে জানান মামলার বাদী অ্যাডভোকেট ওমর ফারুক।

দুটি মামলাই নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ‘খ’ অঞ্চলে এই মামলা দুটির আবেদন করা হয়েছে।