নারায়ণগঞ্জে চাঁদার দাবিতে রোলিং মিলে হামলা

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা। ফাইল ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা রসুলপুর এলাকায় চাকদা রি-রোলিং মিলে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে সন্ত্রাসী হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ৮টায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে তারা।

এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, এলাকার চিহ্নিত সন্ত্রাসী মামুন, সুমন ও রাশেদ বেশ কিছুদিন ধরে চাকদা রি-রোলিং মিলের মালিক আলহাজ মো. শাহজাহানের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি এবং রোলিং মিল বন্ধ করে দেওয়ার হুমকিও দেয় তারা। সেই লক্ষ্যে গতকাল রাতে মামুন তার চার-পাঁচজন সহযোগী নিয়ে এসে মিলের সিকিউরিটি গার্ড জাহাঙ্গীর ও আব্দুর রহমানকে মারধর করে এবং মিলের ভেতরে গিয়ে হামলা চালায়।

এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন সদর উপজেলার ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিব উদ্দিন।