নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহীন আলম নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গতকাল শনিবার (১৮ মার্চ) দিনগত রাত ১টায় হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহীন আলমের বাড়ি বগুড়া জেলার ধুপচাচিয়া ঘাটমাগুরা গ্রামে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
এ ঘটনায় আহত ওয়ালিদ বলেন, ‘গতকাল শনিবার রাতে হাজিপাড়া মাদরাসার সামনের সড়কে আশরাফুল নামে এক ব্যক্তির গায়ে শাহীনের অটোরিকশার ধাক্কা লাগে। এতে আশরাফুল ও শাহীনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আশরাফুল শাহীনকে মারধর করে। খবর পেয়ে শাহীনের বন্ধুরা এসে প্রতিবাদ করলে সংঘর্ষে বাধে। এ সময় ছুরিকাঘাতে তিনজন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, ‘শাহীনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।’

তারেক স্বপন, নারায়ণগঞ্জ