নারায়ণগঞ্জে ছয় শতা‌ধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জের লক্ষণখোলা ও কুঁড়িপাড়া এলাকায় আজ মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয় শতা‌ধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে ছয় শতা‌ধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং বিপুল অবৈধ পাইপ ও রাইজার জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের লক্ষণখোলা ও কুঁড়িপাড়া এলাকায় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘তিতাসের চার ইঞ্চি মোটা পাইপের মূল বিতরণ লাইন থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে ছয় শতা‌ধিক বাড়িতে গ্যাস ব্যবহার করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। একইসঙ্গে পুনরায় যেন সংযোগ নেওয়া না হয়, সেজন্য বাড়ির মালিকদের সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’