নারায়ণগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা
নারায়ণগঞ্জ সদর উপজেলার কেল্লারপুল এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় সাজিদ নামের এব যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাজিদ সদর উপজেলার তল্লা ছোট মসজিদ এলাকার রিপন হোসেনের ছেলে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, গতকাল রোববার রাত ১১টার দিকে কেল্লার পাশের মাঠে ব্যাডমিন্টন খেলা ও মাদক ব্যবসায় বাধা দেওয়া নিয়ে একই এলাকার মাদক ব্যবসায়ী আদম ও কদম নামের দুই ভাইয়ের সঙ্গে সাজিদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে পিটিয়ে ও ছুরি দিয়ে বুকে আঘাত করে। এতে গুরুতর জখম হন সাজিদ। পরে তাকে আশপাশের লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন আজ সোমবার ভোরের দিকে সাজিদের মৃত্যু হয়।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ওসি।