নারীদের আর্থসামাজিক উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

Looks like you've blocked notifications!
নেত্রকোনা সার্কিট হাউস মিলনায়তনে উইমেন্স অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের মতবিনিময় সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুসহ আমন্ত্রিত অতিথি ও সফল নারী উদ্যোক্তারা। ছবি : এনটিভি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার আন্তর্জাতিকভাবে নারীবান্ধব সরকার হিসেবে পরিচিতি পেয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু। তিনি বলেছেন, সরকারের পক্ষ থেকে নারীদের আর্থসামাজিক উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। 

নেত্রকোনা সার্কিট হাউস মিলনায়তনে সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভায় আজ শুক্রবার প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। সকালে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে উইমেন্স অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের (উই) আয়োজনে স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের পক্ষ থেকে নারীদের আর্থসামাজিক উন্নয়নে যুগান্তকারী নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

উইমেন্স এন্ড ই-কমার্স ট্রাস্টের সভাপতি নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হারুনুর রশিদ, বিসিক নেত্রকোনা কার্যালয়ের উপব্যবস্থাপক মো. আকরাম হোসেন ও পৌরসভার প্যানেল মেয়র এসএম মহসিন আলম প্রমুখ।

মতবিনিমিয় সভা শেষে প্রতিমন্ত্রী ১৫ জন সফল নারী উদ্যোক্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।