নাহিদ বাঁচতে চায়
অর্থাভাবে নিভে যাচ্ছে নূরুল ইসলাম নাহিদের জীবন প্রদীপ। দুই বছর আগে নাহিদের গলায় টিউমার ধরা পড়ে । পরবর্তীতে টিউমার থেকে ক্যানসার ধরা পড়ে । বর্তমানে নাহিদ সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজের রেডিওলোজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার বনিউল আহমেদের তত্ত্বাবধানে রয়েছে। এ পর্যন্ত নাহিদের চিকিৎসা করতে তার পরিবারের ব্যয় হয়েছে ২২ হাজার টাকা । এ মুহূর্তে নাহিদের জরুরি ভিত্তিতে কেমো দিতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক। সরকারি হাসপাতালে ক্যানসারের ১২টি কেমো দিতে খরচ হবে এক লাখ ২০ হাজার টাকা। আর এই পরিমাণ অর্থ জোগাড় করা গৃহকর্মী নাহিদের মায়ের পক্ষে অসম্ভব ।
তিন সন্তান নিয়ে মনোয়ারা বেগমের সংসার। গৃহকর্মী মনোয়ার বেগম পরিবারেরএকমাত্র উপার্জনক্ষম। এ পরিস্থিতিতে নাহিদের চিকিৎসা চালানো মনোয়ারা বেগমের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।
এ জন্য মা মনোয়ারা বেগম ছেলে নাহিদের জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে সমাজের বিত্তবান ও স্বচ্ছলদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।
নাহিদকে চিকিৎসায় কেউ সহায়তা করতে চাইলে—
বিকাশ নম্বর(পার্সোনাল) :01722318029 (সেলিনা- বোন)