না পুড়লে বুঝতাম না, পোড়ার কত কষ্ট : আবু হেনা রনি

Looks like you've blocked notifications!
আবু হেনা রনি। ছবি : সংগৃহীত

কৌতুক অভিনেতা আবু হেনা রনি বলেছেন, আমি না পুড়লে বুঝতাম না, পোড়ার কত কষ্ট। সচেতনতার কোনো বিকল্প নেই।

আজ শনিবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আজ দীর্ঘ একমাস পর তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেন চিকিৎসকরা। এতোদিন তিনি বার্ন ইনস্টিটিউটে চিকিৎসধীন ছিলেন।

আবু হেনা রনি বলেন, ‘দেশে চিকিৎসা ব্যবস্থার ওপর সবার আস্থা রাখা উচিত। আমাকে কষ্ট থেকে মুক্ত করার জন্য প্রথম দিন থেকে চিকিৎসক ও নার্সদের কাছ থেকে সর্বোচ্চ চেষ্টা পেয়েছি।’

এ কৌতুক অভিনেতা আরও বলেন, ‘পুলিশ বাহিনীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা তাৎক্ষণিকভাবে আমার চিকিৎসার ব্যবস্থা করেছিলেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপির যুগ্মকমিশনার একেএম হাফিজ আক্তার, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা।

গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) চার বছরপূর্তির অনুষ্ঠানে উদ্বোধনী মঞ্চের পাশে একগুচ্ছ গ্যাসের বেলুন বিস্ফোরণ হয়। সেসময় কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশের চার সদস্য দগ্ধ হন।