নিউ মার্কেট এলাকায় সংঘর্ষ : প্রধান আসামি মকবুল গ্রেপ্তার
ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় এক নম্বর আসামি বিএনপির নিউ মার্কেট থানার সাবেক সভাপতি মকবুল হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ শুক্রবার সন্ধ্যায় এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘শুক্রবার বিকেলে মকবুল হোসেনকে তাঁর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ওই সংঘর্ষের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’
সংঘর্ষ শুরুর পরদিন এনটিভি অনলাইন ‘যে কারণে নিউ মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ’ শিরোনামে একটি খবর প্রকাশ করে। সেখানে ঘটনার কারণ অসুসন্ধান করতে গিয়ে যে তথ্য পাওয়া যায় তা হলো, ওয়েলকাম ও ক্যাপিটাল নামের দুটি ফাস্টফুডের দোকানের নিজেদের মধ্যে বাকবিতণ্ডার কথা। এ বাকবিতণ্ডার কারণেই মূলত সংঘর্ষের সূত্রপাত।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন দোকানি এ প্রতিবেদককে বলেন, ‘ইফতারের সময় রাস্তায় টেবিল পাতাকে কেন্দ্র করে ওয়েলকাম ফাস্টফুডের কর্মচারী বাপ্পী ও ক্যাপিটালের কর্মচারী কাওসারের মধ্যে বাকবিতণ্ডার শুরু।’
এসব অভিযোগের বিষয়ে জানতে এনটিভি অনলাইনের পক্ষ থেকে ওয়েলকাম ও ক্যাপিটালের ফাস্টফুড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, ওয়েলকাম ও ক্যাপিটাল নামে যে দুটি ফাস্ট ফুড দোকানের কর্মচারীর মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত, সেই দোকান দুটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে বরাদ্দ নিয়েছিলেন মকবুল হোসেন। পরে দোকান দুটি তিনি ভাড়া দেন।
নব্বইয়ের দশকে সিটি করপোরেশন থেকে দোকান দুটি ভাড়া নেওয়ার কথা জানিয়ে নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেন গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আমিও রকম একটা মেসেজ পেয়েছি। কিন্তু গত চার মাস তো আমি ওই এলাকাতেই যাইনি। সেখানে ইটপাটকেল নিক্ষেপ, জখম, ভাঙচুরের প্রশ্নই আসে না।