নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২৭ জিডি

Looks like you've blocked notifications!
নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের পুরোনো ছবি ফোকাস বাংলার

রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। রাজধানীর নিউমার্কেট থানায় এই জিডিগুলো হয়েছে। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি এই বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, ‘আগুনের ঘটনায় দেখেছেন, নিউমার্কেট থানা পুলিশ কী পরিমাণ সহযোগিতা করেছে। ফায়ার সার্ভিস আগুন পুরোপুরি নির্বাপনের পর পুলিশের জিম্মায় মার্কেটের নিরাপত্তা দায়িত্ব অর্পন করে গেছে। সব মিলে দুদিন খুবই ব্যস্ততা গেছে।’

ওসি আরও বলেন, ‘রোববার সন্ধ্যার পর ভুক্তভোগী ও অনেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী থানায় ভিড় করেন। একেকজনের একেক ধরনের অভিযোগ। কারও টাকা পুড়েছে, কারও দোকান, কারও এনআইডিসহ প্রয়োজনীয় সব ডকুমেন্ট। সব মিলে ২৭টি জিডি হয়েছে।’  

এর আগে গত শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।