নিকলী হাওরে প্রাণ গেল পর্যটকের

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটকদের উদ্ধারে এলাকাবাসী ও ফায়ার সর্ভিসের সদস্যরা। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে হাওরের কুর্শা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় হাওরে তলিয়ে যাওয়া আরও দুই পর্যটককে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী। তাঁরা এখন চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিকলী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত লিডার মো. শফিকুল ইসলাম জানান, নিহত পর্যটকের নাম আকাশ (২৬)। তিনি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দক্ষিণ রাজদী এলাকার মো. রেজাউল করিমের ছেলে এবং ঢাকার বাড্ডা এলাকায় থেকে পড়াশোনা করতেন। 

জীবিত উদ্ধার হওয়া হাসিবের (২৬) বাড়ি পটুয়াখালীতে এবং তুহিনের বাড়ি (২৫) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায়।

মো. শফিকুল ইসলাম জানান, তিনজন ঢাকায় থাকার সুবাদে পরস্পর বন্ধু ছিলেন। হাওর ভ্রমণের উদ্দেশে তাঁরা নিকলী এসেছিলেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আলী আরিফ জানান, আহত দুজনকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত আকাশের অভিভাবক আসার পর ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।